চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১০জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫জন প্রার্থী নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন মারজুক আহমেদ (২৮৮) ভোট, বসির(২৬৬)ভোট, সেলিম রেজা(২৫৮)ভোট,সফিকুল ইসলাম(২৪২) ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য লতিফন বেগম (২৭৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গতঃ বিদ্যালয়ের ৬১৮ টি ভোটের মধ্যে ৫শ ৩১জন ভোট দেন।