Last Updated on ডিসেম্বর ৭, ২০২৪ by
গোমস্তাপুর থানা ব্যাডমিন্টন মাঠ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় ব্যাডমিন্টন মাঠ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে থানা চত্বরে এই মাঠের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পরে একই স্থানে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার। এ সময় অন্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জামায়াত নেতা প্রভাষক মিজানুর রহমান ও তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।