চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, গোমস্তাপুরের বিষুক্ষত্র এলাকার টুটুল আলীর ছেলে বাশার আলী (১৮) ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে মাশরুফা (৪)। সড়ক দুর্ঘটনা দুটি ঘটেছে গতকাল শনিবার
গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুুরের নুহস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ওভারটেকিংয়ের সময় পাশ থেকে ইটবাহী একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। এতে ট্রাক্টর চালকের সহকারী বাশার আলী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে শনিবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই অটোরিকশার যাত্রী শিশু মাসরুফা গুরুতর আহত হয়। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, মাশরুফা খাতুন অটোভ্যানযোগে খালার বাড়ি ভবানীপুর বেড়াতে যাচ্ছিল। এ সময় গলায় থাকা ওড়না অটোভ্যানটির চাকার সাথে পেঁচিয়ে গেলে সড়কে পড়ে গুরুতর আহত হয় মাশরুফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।