গোমস্তাপুর ও নিয়ামতপুরে কম্বল বিতরণ

18

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী এবং নিয়ামতপুরে দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক দাতা সংস্থা ইপারের আর্থিক সহায়তায় ও ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের অ্যাডমিন কমল বারুদ, প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান, ডাসকো ফাউন্ডেশন উপজেলা সমন্বয়কারী জিন্নাহ।
রহনপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক পর্যায়ে ৩৯৪ জন শীতার্তর মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়।
অন্যদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার সকাল ১০টায় রনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতি উপকমিটির সদস্য তৃণা মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, ভাবিচা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম, ভাবিচা ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহেদ আলী।