গোমস্তাপুর ও নিয়ামতপুরে কম্বল বিতরণ

6

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর নিয়ামতপুরে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিতরণ করা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের দুটি স্থানে ব্যক্তি উদ্যোগে অসহায়, দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর থানা বিএনপির যুগ্মআহবায়ক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্য আনজারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সমাজ সেবক আবুল হায়াত, হারুনুর রশিদ, সদরুল মড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকারী আবুল কালাম আজাদ বলেন, এরআগে গোমস্তাপুর ইউনিয়নের অন্য ওয়ার্ডে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত জনগণকে কম্বল দেয়া হয়। পর্যায়ক্রমে বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও লালকোপরা এলাকায় অর্ধশতাধিক ব্যক্তিকে কম্বল তুলে দেওয়া হয়।
নিয়ামতপুর প্রতিনিধি জানান, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ নতুন ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আছয়াদুল্লাহ ,ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপলকান্ত সরকার পিন্টু,শ্রীমন্তপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আয়নাল হক,আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সনজিত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কাশিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ বিষয় সম্পাদক মোফাজ্জল হক, আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল হক, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু তালেব, জুলিয়াস হোসেন টুটুল, তাইজুল ইসলাম, মাসুদ রানা, আব্দুল কাদের ।