Last Updated on নভেম্বর ৭, ২০২৪ by
গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রয়াস মানবকি উন্নয়ন সোসাইটির ১০ জন মৎস্যচাষির মধ্যে গুলসা ও দেশী শিং মাছের পোনা বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে রহনপুর ও নাচোল শাখার সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় এইসব পোনা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, রহনপুর ও নাচোল শাখার ব্যবস্থাপক জামাল হোসেন ও কাউসার আলী, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
চাষিদের মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, ইত্যাদি পরামর্শ প্রদান করেন।