গোমস্তাপুর ও নাচোলে ব্যস্ত সময় পার জেলা প্রশাসকের

39

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ব্যস্ত সময় পার করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি দুই উপজেলাতেই সময় কাটান তিনি। দুই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনের পাশাপাশি গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নে পুনর্ভবার পানিতে তলিয়ে যাওয়া বিল এলাকা পরিদর্শন করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো খবর :
গোমস্তাপুর প্রতিনিধি : জেলার গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামসহ অনেকে।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলার প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের অগ্রগতি পরিদর্শনসহ জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন শেষে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন।
এছাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আওতায় সিআইজি চাষিদের মধ্যে মাছের খাদ্য উপকরণ বিতরণ করেন। অপরদিকে পল্লী সঞ্চয় ব্যাংক নাচোল শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানের আয়োজনে ৫৩ জন সমিতিভুক্ত সদস্যের মধ্যে ছাগল পালন ও মৎস্য চাষের ওপর ১৫ লাখ ৩৬ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মোটর গ্যারেজেরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলা চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করা হয় ।
বিকেলে উপজেলা মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭ বালক) ফাইনাল খেলার বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।
খেলায় নাচোল ইউনিয়ন টাইব্রেকারে ১-০ গোলে কসবা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছে নাচোল ইউনিয়নের আনা নিয়ন এবং সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন কসবা ইউনিয়নের গোলকিপার শ্যামল।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আব্দুর রশিদ রকেট, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ ভুুলু, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ আরো অনেকে।