চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ গোমস্তাপুর জোনে চারাগুলো বিতরণের আয়োজন করে।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
পরে গোমস্তাপুর জোনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এতে বক্তব্য দেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের সহকারী ব্যবস্থাপক (কৃষি) হাফিজুল কবীর। আলোচনা শেষে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, বরেন্দ্র এলাকায় উচ্চমূল্যে অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় বিএমডিএ গোমস্তাপুর জোনে চারাগুলো বিতরণ করা হচ্ছে।
এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গতবছর ৪০ হাজার ১৫০টি বৃক্ষ চারা রোপণ করা হয়েছিল। এবার প্রাথমিক পর্যায়ে ১০ হাজার চারা রোপণের অনুমতি পাওয়া গেছে। তবে আশা করা হচ্ছে গতবারের মতোই রোপণ করা হবে।