শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৬, ২০২৪ by

গোমস্তাপুরে ৩টি রাস্তার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় রহনপুর পৌর এলাকার তিনটি আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেনÑ প্যানেল মেয়র জাহানারা পারভিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পৌর এলাকার ৩নং ওয়ার্ডের রহমতপাড়া আরএইচডি মেইন রোড হতে রাজিবের বাড়ি পর্যন্ত ১০০ মিটার, খোয়ার মোড় মুন্টির বাড়ি হতে এনামুলের বাড়ি পর্যন্ত ৬০ মিটার ও ৪নং ওয়ার্ডের কলোনির জাফরুল্লাহর বাড়ি হতে সাইফুলের বাড়ি পর্যন্ত ৪০ মিটার রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৮২ হাজার ৮৩৭ টাকা।

About The Author

শেয়ার করুন