গোমস্তাপুরে ১১ মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

16

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামুন (৩২) নামে ১১ মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোমস্তাপুর থানার এসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আইনুল হক ও রনি কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। অভিযানে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়। মামুন একজন শীর্ষ ডাকাত, তার বিরুদ্ধে গোমস্তাপুর থানাসহ আশপাশের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া সে ওই মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত আসামি বলে তিনি জানান।
এদিকে আটককৃত মামুনকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।