বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৭, ২০২৪ by

গোমস্তাপুরে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুবদের নিয়ে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে অনুষ্ঠিত অন্তর্ভুক্তকরণ সভায় বক্তব্য দেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, আস্থা প্রকল্পের সিনিয়র সমন্বয়ক রেজাউল করিম, ফিল্ড অফিসার আরিফা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি হাবিবুল বাশার, সাংবাদিক আল-মামুন বিশ্বাস, শহীদুল ইসলাম ও শাহরিয়ার শাহাদাৎসহ অন্যরা।
সভায় বক্তারা মাদকদ্রব্য, বাল্যবিয়ে, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকা-সহ বিভিন্ন কাজে এগিয়ে এসে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো তুলে ধরেন অতিথিরা।

About The Author

শেয়ার করুন