চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড় হতে বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া সাহাপুর পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
পরে তিনি চৌডালা দাখিল মাদ্রাসা মোড় এলাকায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনসার আলী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জিয়াউর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, জেলা মহিলা লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়াসহ অন্যরা।
উল্লেখ্য, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে ১৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হলে চৌডালা ও বোয়ালিয়া এবং ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।