চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে বেড়ীবাটরা সেতু হতে ইমামনগর পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই গ্রামীণ সড়কের পাকাকরণ কাজের ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
পরে ওই এলাকার একটি আমবাগানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল। প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
সুধী সমাবেশে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- জেলা মহিলা লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী ও মোজাম্মেল হক মাস্টার, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমামসহ অন্যরা।
উল্লেখ্য, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে ১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হবে।