চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৩০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের মকরমপুর বালুঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে রহনপুর-ভোলাহাট সড়কের ওই স্থানে হানিফ পরিবহণের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে চাপা দিলে ভ্যানচালক ভোলাহাট উপজেলার মুশরীভূজা গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩০) গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে প্রথমে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ বাসসহ চালক ও সহকারীকে আটক করে। এঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।