গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনা : দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কা, মৃত্যু একজনের

42

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে আব্দুল মতিন (৫৫) নামে বিমানবাহিনীর সাবেক এক সদস্যের। বুধবার সকাল ৮টায় রহনপুর কলেজ মোড়স্থ লতিফুর রহমান ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বিমানবাহিনীর সাবেক সদস্য ও গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে আব্দুল মতিন মোটরসাইকেলে পেট্রোল নেয়ার জন্য লতিফুর রহমান ফিলিং স্টেশনে দাঁড়িয়েছিলেন। এসময় পেছন দিক থেকে আসা তরমুজবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহবুবুর রহমান আরো বলেন, চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।