শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ৮, ২০২৫ by

গোমস্তাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে গোমস্তাপুর নূহ স্ট্যান্ডে ফিতা কেটে অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আবুল কাশেম মহাজন ও পরিবেশ বিষয়ক সম্পাদিক তাবাসুম আরা মিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য চাষী ও সমাজ সেবক শরিফুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুবাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা শেষে বদরুল ইসলামকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে ওই এলাকার ৫০ জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুন