শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৮, ২০২৫ by

গোমস্তাপুরে সেলাইমেশিন ও কাপড় দেয়া হলো অসহায় এক নারীকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার এক অসহায় নারীকে স্বাবলম্বী করতে পাশে দাঁড়িয়েছে মানবতার সেবায় রহনপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকেলে স্টেশনপাড়ায় সংগঠনের কার্যালয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীকে সেলাইমেশিন ও কাপড় দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সদস্য খায়রুল আনাম, আজম আলী, আইনাল হকসহ গণমাধ্যমকর্মীরা ।
সেলাইমেশিন পেয়ে ওই নারী তাকে স্বাবলম্বী করতে মানবতার সেবায় রহনপুর এগিয়ে আসায় তাদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সেলাইমেশিন ও কাপড় কাজে লাগিয়ে টাকা উপার্জন করে পরিবারে অবদান রাখতে সুযোগ পাবো।
সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন থেকে তারা এই এলাকায় মানবসেবায় কাজ করে যাচ্ছেন। অসহায়, গরিব, হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের পরিবারসহ ভবঘুরেদের মধ্যে প্রতিদিন খাবার বিতরণ করে চলেছে এই সংগঠনটি। গত সপ্তাহে রহনপুর পৌরসভার ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
মানুষের পাশে দাঁড়ানো এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।

About The Author

শেয়ার করুন