Last Updated on মে ২০, ২০২৪ by
গোমস্তাপুরে সেরাজুল ইসলাম স্মরণসভা
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, গম্ভীরা নানা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম সেরাজুল ইসলাম টাইগারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে বিকেল ৫টায় রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল। এতে স্মৃতিচারণমূলক বক্তব্য দেনÑ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানাজ্জামান নুহ, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দীন মোড়ল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, যুবলীগ নেতা মোমিন বিশ^াস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ শামসুল আলম রানু, মরহুমের ছেলে সাখাওয়াত হোসেন মিলনসহ আরো অনেকে।
স্মরণসভা শেষে মরহুম সেরাজুল ইসলাম টাইগারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।