গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপি চত্বরে ১ শ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর আহসান হাবীবসহ স্থানীয় জন প্রতিনিধি ও বিজিবি সদস্যবৃন্দ।
১৬ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত প্রায় ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ১৬ বিজিবির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী, রামদাসপুর, চাড়ালডাঙ্গা, বিভিষন ও রোকনপুর এবং নওগাঁর জেলার পোরশা, নিতপুর, সাপাহার উপজেলার কলমুডাঙ্গা ও আদাতলা সীমান্তবর্তী গ্রামের ৫ শ ৫০ টি অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বাকি ত্রাণ পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে জানানো হয়।