Last Updated on জুন ২২, ২০২৫ by
গোমস্তাপুরে সিএমইএস’র জব ফেয়ার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইনস (সিএমএস)-এর জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সংস্থার নয়াদিয়াড়ী ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
সিএমইএসের ইমপাওয়ারিং ওমেন অ্যান্ড গার্লস প্রজেক্টের নয়াদিয়াড়ী ইউনিটের তৃতীয় কোয়ার্টারের প্রশিক্ষার্থীরা ও বিভিন্ন এন্টারপ্রাইজের মালিক এতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন— ওই ইউনিটের কম্পিউটার ট্রেইনার সাবিনা ইয়াসমিন ও সহযোগিতায় ছিলেন ফ্যাসিলেটর বিলকিস পারভিন।
এ সময় বক্তব্য দেন— নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মণ্ডল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম ও সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রোগ্রামের উদ্দেশ্য বিভিন্ন এন্টারপ্রাইজে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া।
অনুষ্ঠানে ৫ জন মেয়েকে ৩টি এন্টারপ্রাইজে চাকরির আশ্বাস দেয়া হয়।