গোমস্তাপুরে সাবেক এমপি গোলাম মোস্তফার সংবাদ সম্মেলন

38

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে অবস্থিত চেরাডাঙ্গা বয়েজ একাডেমির চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরের ফলক ভাংচুর ও অপসারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহনপুরস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দশম সংসদে দায়িত্বে থাকাকালীন ২০১৮ সালের ১ নভেম্বর চেরাডাঙ্গা বয়েজ একাডেমির চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয় প্রাঙ্গণে তার নামে ফলক স্থাপন করা হয়েছিল। কিন্তু গত ২ জুন রাতে কে বা কারা ফলকটি ভাংচুর ও অপসারণ করে। এর প্রেক্ষিতে গত ২০ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমেনকে থানায় অভিযোগ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। এছাড়া গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে চেরাডাঙ্গা বয়েজ একাডেমির প্রধান শিক্ষক ফলক ভাংচুরের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। পুনরায় ফলক স্থাপন করা হবে বলেও তিনি জানান।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত বলে তিনি জানান।