Last Updated on মে ২৭, ২০২৫ by
গোমস্তাপুরে সাপের কামড়ে ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপড়ে কামড়ে রিফাত (৮) ও পানিতে ডুবে জুনায়েদ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু রিফাত উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং জুনায়েদ বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রনির ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, রিফাত গত সোমবার রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কোনো কিছুতে কামড় দিয়েছে বলে চিৎকার করে ওঠে। রিফাতকে সাপে কামড়েছে বলে ধারণা করা হয়।
চিৎকার শুনে মা-বাবা ঘরে এসে দেখেন বিছানায় ছেলে ছটছট করছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম জানান, বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলতে গিয়ে ডুবে যায় শিশু জুনায়েদ। তার পরিবারের লোকজন সেখানে জুনায়েদকে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন।