গোমস্তাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

24

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলমপুর তেঁতুলতলা থেকে সাজাপ্রাপ্ত এবং মাদক মামলা ও বিশেষ ক্ষমতা আইনের ওয়ারেন্টভুক্ত ৭টি মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। গত শনিবার রাত সোয়া ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজশাহীর কাঁটাখালী থানার রুপসীডাঙ্গা গ্রামের জিবরাইলের ছেলে আব্দুল মতিন (৩২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল গোমস্তাপুর উপজেলার আলমপুর তেঁতুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাজপাড়া, রাজশাহী সদর ও গোদাগাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। সে একটি মামলায় সাজাপ্রাপ্ত, ২টি মাদক মামলার ওয়ারেন্টভুক্তসহ ৭টি মামলার পলাতক আসামি।
গ্রেপ্তার হওয়া আব্দুল মতিনকে রাজশাহীর কাঁটাখালী থানায় হস্তান্তর করা হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে।