গোমস্তাপুরে সর্বজনীন পেনশন বাস্তবায়নে অবহিতকরণ সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তারা।