বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৩, ২০২৪ by

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- গোমস্তাপুর খোয়াড় মোড়ের আলিমুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সেরাতুন নেসা (৩০)। নিহত আব্দুল হান্নান রহনপুরের রহমত পাড়ার মৃত এন্তাজ মিয়ার ছেলে।
গত শনিবার রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, রাতে আব্দুল হান্নান মোটরসাইকেল নিয়ে রহনপুর থেকে আড্ডা যাচ্ছিলেন। একই দিকে স্বামী-স্ত্রী যাচ্ছিলেন বাইসাইকেলে করে। মোটরসাইকেল চালক পেছন থেকে বাইসাইকেল চালককে ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, আহত অপর দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

About The Author

শেয়ার করুন