Last Updated on সেপ্টেম্বর ২৮, ২০২৪ by
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বড়হাদিনগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাহান আলী রহনপুর হতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোগাড়ির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহজাহান আলী মারাত্মকভাবে আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি গোলাম কিবরিয়া।