বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২৮, ২০২৪ by

গোমস্তাপুরে সচেতনতা সৃষ্টিতে সভা

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত ও সচেতনতা বৃদ্ধি করা, বাল্যবিয়ে প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌডালা জহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান।
চৌডালা ইউনিয়ন পরিষদের সদস্য এবাদুল হকের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রবিউল ইসলাম, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাবুল হক, চৌডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, ১নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক বাইরুল ইসলাম, জহুর আহম্মেদ মিঞা কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে ডেঙ্গু মশা নিরোধে উপস্থিত সকলের কাছে কয়েল তুলে দেয়া হয়।

About The Author

শেয়ার করুন