গোমস্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

51

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়। সে উপজেলার আলীনগর ইউনিয়নের বাসিন্দা।
গত শনিবার বিকেল ৪টায় এক শিশুকন্যা পার্শ্ববর্তী মাঠে বাড়ির ছাগল আনতে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা রবু তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ-সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে আটক করে। খবর পেয়ে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রবু ও শিশুটিকে থানায় নিয়ে আসে।
এসআই কামরুজ্জামান জানান, গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার হয়েছে। অভিযুক্ত রবিউল ইসলাম রবুকে রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।