গোমস্তাপুরে লাগসই শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

24

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে এর আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. হারুনূর রশীদ এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। আরো বক্তব্য দেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা সুজিত কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি।
পরে অতিথিরা উপজেলা চত্বরে স্টলগুলো পরিদর্শন করেন।