দৈনিক গৌড় বাংলা

গোমস্তাপুরে র‌্যাবের অভিযান: পিস্তল গুলি ম্যাগজিন উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা কালভার্ট এলাকায় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ মো. সোহান আলী (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার তরুণ জেলার নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কাছে গোয়েন্দা তথ্য আসে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা দল ও একটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়। এসময় জেলার গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা মোড় কালভার্ট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় একটি অটোরিকশাকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশিকালে অটোতে থাকা যাত্রী মো. সোহান আলীর শরীর হতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

About The Author