সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৭, ২০২৪ by

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার একজন গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. বাপ্পী মিয়া (২২) নামের এক যুবককে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া যুবক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শিবপাড়া গ্রামের মৃত জাহের আলীর ছেলে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বেলাল বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৩৩৫ বোতল ফেনসিডিলসহ মো. বাপ্পী মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া মো. বাপ্পী মিয়ার বাড়ি কুষ্টিয়া হলেও সে নিয়মিতই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। সে একজন পেশোদার মাদক ব্যবসায়ি। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা রজু করা হয়েছে।

About The Author

শেয়ার করুন