Last Updated on জুলাই ৯, ২০২৪ by
গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাওসার আলী (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-বড়দাদপুর সড়কের জিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হন ২ জন। তারা হলেনÑ নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাখলাহাট এলাকার আব্দুল রশিদের ছেলে বশির আলী (৪০) ও তার স্ত্রী ডলি বেগম (৩৫)। নিহত শিশু হলো বশির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৮টায় আড্ডা হতে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ৩ জনই গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাওসার আলীর মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনাটি নিশ্চিত করেছেন।