চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, জেলা পরিষদের সদস্য সাবিহা শবনম কেয়া, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়ালসহ অন্যরা।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য মু. জিয়াউর রহমানসহ অন্য অতিথিরা।