Last Updated on এপ্রিল ১৭, ২০২৪ by
গোমস্তাপুরে মাতৃপুষ্টি বিষয়ক সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে মা ও শিশুদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা প্রতিষ্ঠানের (এনএনএস) সহযোগিতায় আয়োজিত সভায় বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য বিভাগের মনিরুল ইসলাম, সিএইচসিপি হাবিবা সুলতানা ও আহমেদ রুশদি।
আলোচনা শেষে শিশু ও মায়েদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।