দৈনিক গৌড় বাংলা

গোমস্তাপুরে মাতৃপুষ্টি বিষয়ক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে মা ও শিশুদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা প্রতিষ্ঠানের (এনএনএস) সহযোগিতায় আয়োজিত সভায় বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য বিভাগের মনিরুল ইসলাম, সিএইচসিপি হাবিবা সুলতানা ও আহমেদ রুশদি।
আলোচনা শেষে শিশু ও মায়েদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।

About The Author