চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে গর্ভবতী মায়েদের নিয়ে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতামূলক কর্মমালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কমিউনিটি ক্লিনিকে চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ওই ইউনিয়নের ২০ জন প্রসূতি মা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সানাউল্লাহ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হাবিবা সুলতানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা (এনএনএস)’র সহযোগিতায় গোমস্তাপুর উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে এই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।