শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৮, ২০২৪ by

গোমস্তাপুরে মাঠ দিবস ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৩-২৪ অর্থবছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) আওতায় পরিবেশবান্ধব কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিকেলে রহনপুর ইউনিয়নের পীরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে আসছে। দেশ এগিয়ে যাচ্ছে সকলের প্রচেষ্টায়। বিদ্যুতের সমস্যা ছিল, সেটা অনেকটা কেটে গেছে। এ সময় আগামী দিনে কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
শেষে সফল তিনজন কৃষক ইব্রাহিম খলিল, ফিরোজ আলী ও রোজিনা খাতুনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের অংশগ্রহণকারী ৭টি স্টল ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি।

About The Author

শেয়ার করুন