গোমস্তাপুরে মাছ বাজারের ছাউনি নির্মাণকাজের উদ্বোধন

20

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহ্যবাহী রহনপুর মাছবাজারে ছাউনি নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রহনপুর বড়বাজারে এই নির্মাণকাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন- রহনপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আফতাব উদ্দিন লালান, ফারুক হোসেন, প্যানেল মেয়র জাহানারা পারভীন, কাউন্সিলরগণসহ স্থানীয়রা।
উল্লেখ্য, স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) অর্থায়নে ৯ লাখ ৮৫ হাজার ২৯ টাকা ব্যয়ে রহনপুর পৌর এলাকার বড়বাজার অবস্থিত মাছ ও মুরগি বাজারের ছাউনি নির্মাণ করা হবে।