মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২, ২০২৪ by

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুটি ক্লিনিককে আড়াই লাখ টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ক্লিনিক পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার টাকা ও জমজম নার্সিং হোমকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা এই অর্থদণ্ড দেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহনপুর পৌর এলাকার আল-মদিনা ক্লিনিককে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ৫০ হাজার টাকা এবং জমজম নার্সিং হোমে চিকিৎসার পরিবেশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়। তবে জমজম নার্সিং হোম কর্তৃপক্ষ তাৎক্ষণিক অর্থদণ্ডের টাকা পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেয়া হয়। অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ আল-মদিনা ক্লিনিকে এবং এর দুই দিন পর জমজম নার্সিং হোমে দুটি সিজারিয়ান রোগী রক্তক্ষরণে মারা যান।

About The Author

শেয়ার করুন