গোমস্তাপুরে বয়স্ক ভাতার বই বিতরণ

15

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার ২০৬ জন বয়স্ক ভাতাভোগীর মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে রহনপুর পৌর কার্যালয়ে এই বইগুলো বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ভাতাভোগীদের মাঝে বইগুলো তুলে দেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য দেনÑ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর জাহানারা পারভীনসহ অন্যরা।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০৬ জন নারী-পুরুষ বয়স্ক ভাতার বই উত্তোলন করেছেন।