শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ৩০, ২০২৫ by

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সোমবার সকালে প্রথমে তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হতদরিদ্রদের মধ্যে টেউটিন বিতরণ করেন।
পরে তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন।
উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড. জহুরুল ইসলাম।
এছাড়া বিকেলে জেলা প্রশাসক রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

About The Author

শেয়ার করুন