শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১২, ২০২৪ by

গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
সফরসূচির শুরুতে তিনি গোমস্তাপুর থানা পরিদর্শন করেন। পরে তিনি চৌডালা ইউনিয়নের এলজিইডি প্রকল্পের কাজ, নন্দলালপুর কমিউনিটি ক্লিনিক, পল্লী সঞ্চয় ব্যাংকের কদমতলি গ্রাম উন্নয়ন সমিতি, গোমস্তাপুর ইউনিয়নের উপজেলা কৃষি অফিসের একটি ইনোভেশন প্রকল্প পরিদর্শনসহ বিকেলে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাসহ অন্য কর্মকর্তারা সাথে ছিলেন।
এছাড়া দুপুরে উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
রাধানগর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সূচনা বক্তব্য দেন- ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি (২য় কিস্তি)’র আওতায় রাধানগর ইউনিয়নের রোকনপুর পূর্বপাড়া ও সিদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮টি টিফিন বক্স বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুন