চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের পুনরচাঁদপুর গ্রাম সংলগ্ন ভাগলপুর মাঠে ড্রাগন বাগানের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে চারা লাগিয়ে এই বাগানের উদ্বোধন করেন বাগানের স্বত্বাধিকারী আসমাউল হক।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক সাদিকুল ইসলাম, সাংবাদিক আল-মামুন বিশ্বাস, নুর মোহাম্মদসহ স্থানীয় বাসিন্দারা।
বাগানের স্বত্বাধিকারী আসমাউল হক বলেন, ড্রাগন বাগান করার জন্য ওই এলাকার জমিটি পছন্দ করি। ১২ বছরের জন্য তিনি জমিটি বর্গা নেন। এলাকার ড্রাগন বাগান দেখে উৎসাহিত হয়ে তিনি এ পেশায় এগিয়ে এসেছেন। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা নিচ্ছেন। তাঁর বর্গাকৃত এই জমিতে প্রথমে তিনি ক্রয়কৃত ৮ হাজার চারা রোপণ করছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা, বলেন আসমাউল।