‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। সোমবার এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি লেবুডাঙ্গা উচ্চ বিদ্যলয় থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ। বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাঁসদা, ইউপি সদস্য মজিবুর রহমান ও পুস্পরানী, লেবুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল তোয়াব, কারিতাস রাজশাহী অঞ্চল আঞ্চলিক মনিটরিং অফিসার স¤্রাট সেরাও, জুনিয়র প্রোগ্রাম অফিসার এস এম গোলাম রসুল প্রমুখ।
পরে গম্ভীরা গান পরিবেশন করা হয়।