নানা কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব বই দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সেকায়েপভূক্ত উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানে র্যালি,সেমিনার,বিতর্ক প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা,দেয়াল পত্রিকা প্রকাশ ও প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রহনপুর রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কাউসার আলী। এতে বক্তব্য রাখেন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির সভাপতি ও সাবেক রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার জিয়াদৃুল ইসলাম, শিক্ষক লোকমান হাকিম, নাজমূল হক, সুলতান আহম্মেদ। এ সময় সেমিনারে শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,এ বিশ্ব বই দিবসের অন্যতম উদ্দেশ্য তরুনদের বইপড়ায় আগ্রহী করে তোলার জন্য পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা। বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্প এ লক্ষ্যে একসাথে কাজ করে যাচ্ছে।