চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি মার্চ মাসের বিভিন্ন দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। দিবসগুলোর মধ্যে রয়েছেÑ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।