গোমস্তাপুরে বিভিন্ন দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

12

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি মার্চ মাসের বিভিন্ন দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। দিবসগুলোর মধ্যে রয়েছেÑ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।