গোমস্তাপুরে বিনামূল্যে উফশী ধানের বীজ বিতরণের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
পরে একই স্থানে বিতরণ কার্যক্রমের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।