চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পিএম আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার কলেজ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আখতারুল ইসলাম আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রহনপুর পিএম কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, প্রভাষক মুখলেসুর রহমান প্রমূখ। সভাশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।