গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

10

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে। মঙ্গলবার এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। রানারআপ আলিনগর স্কুল ও কলেজ বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা জয়নব খানম।
দুর্নীতি দমন কমিশন-দুদকের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়ার হয়। পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, সমাজসেবক ও সংগঠক আফতাব উদ্দিন লালান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সেইসঙ্গে সবাইকে এর বিরুদ্ধে সচেতন হওয়ার প্রয়োজন। তারা আরো বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে এই দুর্নীতি রোধ করা সম্ভব।
উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।