শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৩, ২০২৫ by

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আলিনগর স্কুল ও কলেজের দলনেতা নওশিন আতিয়া।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী প্রধান অতিথি থেকে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা অ্যাকাডেমি সুপারভাইজার আসমা খাতুন।
বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন রহনপুর পুনর্ভবা আইডিয়াল (পিএম) সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক নুরুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা ও মডারেটরের দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমন।

About The Author

শেয়ার করুন