Last Updated on ডিসেম্বর ১১, ২০২৪ by
গোমস্তাপুরে বিএনপি নেতা বাইরুল ইসলামের জানাজা সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক বাইরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় আলিনগর স্কুল ও কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ ও এম মজিদুল হক, ভোলহাট উপজেলা বিএনপির সভাপতি, ইয়াজদানি জর্জ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহ-সেক্রেটারি প্রভাষক মিজানুর রহমান, মরহুমের ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎসহ গণম্যান্য ব্যক্তিবর্গ।
এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম বাইরুল ইসলাম গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের বাসিন্দা মৃত গাজী উদ্দীনের মেজ ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, গোমস্তাপুর উপজেলা পরিষদ ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুর আগে তিনি গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন।