
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্যকার্ড বিতরণ করা হয়েছে। ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে রহনপুর পৌরসভার বেগুণবাড়ী গ্রামে সোমবার বিকেলে এক সাধারণ সভায় এ তথ্য কার্ড বিতরণ করা হয়। সমিতির সভানেত্রী আসতারা বেগমের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী বেগম,ব্র্যাকের জেলা ব্যবস্থাপক পঙ্কজ কুমার,মনিটরিং অফিসার জয়নুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সাজ্জাদ হোসেন, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠ সংগঠক নিলুফা ইয়াসমিন ও মাঠকর্মী রোজিনা খাতুন প্রমূখ। উল্লেখ্য, বাল্য বিবাহ প্রতিরোধে ওই এলাকার মোট ৩০জন কিশোরীকে এ তথ্যকার্ড দেয়া হয়।